ট্রেনে আসবে কোরবানির পশু

রাজধানী ঢাকা ও আশপাশের হাটে বিক্রির জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে গবাদিপশু আসবে ট্রেনে করে। প্রতিবারের মতো এবারও বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক শাহাদাত আলী সরদার জানিয়েছেন, ঈদের তিন দিন আগে থেকে ট্রেনে কোরবানির পশু পরিবহন করা হতে পারে বলে প্রাথমিকভাবে ।

তিনি বলেন, ঈদ কবে হবে তার ওপর পশুবাহী ট্রেন চলাচলের বিষয়টি নির্ভর করছে। ঈদের তিন দিন আগে থেকে ট্রেনে কোরবানির পশু পরিবহন করা হতে পারে।

তবে লকডাউনের পরিস্থিতি কী হয় তার ওপরও বিষয়টি নির্ভর করছে। পরিবেশ পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। ১৭ বা ১৮ জুলাই বিষয়টি জানাব।

বিশেষ ট্রেনের মাধ্যমে কোরবানির গবাদিপশু দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা পর্যন্ত পরিবহন করা হবে। এজন্য এবার পরিচালনা করা হবে ছয়টি ট্রেন।

আরো সংবাদ দেখুন: কোরবানিরডিজিটাল হাট