নির্বাচনের কারণে পিছিয়ে গেল বাণিজ্যমেলা

।। নিজস্ব প্রতিবেদক ।।

৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে প্রথা অনুযায়ী প্রতি বছর ১ জানুয়ারি ঢাকায় শুরু হয় আন্তর্জাতিক বাণিজ্যমেলা। কিন্তু এবার নির্বাচনের কারণে আয়োজকদের সেই তারিখ পিছিয়ে দিতে হচ্ছে। ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৯ তাই শুরু হবে ১ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি থেকে। মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক অভিজিৎ চৌধুরী বাসসকে বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার বাণিজ্য মেলা ১ জানুয়ারির পরিবর্তে আগামী ৯ জানুয়ারি মেলার উদ্বোধন করা হবে। তিনি জানান, এ মাসের মধ্যে স্টল বরাদ্দ শেষ হবে। এ পর্যন্ত ৪৩টি বিদেশি প্রতিষ্ঠান আবেদন করেছে।

ইপিবি সূত্র জানায়, গতবারের চেয়ে এবার বিদেশিদের আগ্রহ অনেক বেশি। ৩১ ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে। দেশি-বিদেশি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ শ প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।

এবারের মেলায় নারীদের জন্য সংরক্ষিত স্টল ২০টি, প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৮টি, সাধারণ প্যাভিলিয়ন ১৮, সাধারণ মিনি প্যাভিলিয়ন ২৯টি, প্রিমিয়ার স্টল ৬৭টি, রেস্তোরাঁ ৩টি, সংরক্ষিত প্যাভিলিয়ন ৯টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ৬টি, বিদেশি প্যাভিলিয়ন ২৬টি।

তবে নির্বাচনী পরিস্থিতির কারণে এবারের বাণিজ্যমেলা নিয়ে নানা ধরনের অনিশ্চয়তাও রয়েছে। সবাই চাইছেন আশঙ্কার কালো মেঘ দূর হয়ে ভালোয় ভালোয় আয়্যোজিত হোক আন্তর্জাতিক এই ইভেন্ট।

উল্লেখ্য, বাণিজ্যমেলায় পণ্য কেনাকাটায় নানা অনিয়মের অভিযোগ প্রতিবারই ওঠে। ভোক্তা অভিযোগ কেন্দ্র : কল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তারা কোনো পণ্য বা সেবা কিনে ক্ষতির শিকার হলে কল সেন্টারের মাধ্যমে অভিযোগ দায়ের করা যাবে। অভি্যোগ প্রমাণ হলে ভোক্তা ক্ষতিপূরণ ও প্রতিকার পাবেন।

ভোক্তা অভিযোগ কেন্দ্রে অভিযোগ জানানোর জন্য ফোন করুন ০১৯৭৭০০৮০৭১, ০১৯৭৭০০৮০৭২ নম্বরে। ইমেইলে অভিযোগ পাঠান [email protected] ঠিকানায়।