বিভিন্ন দেশে দেখা দিতে পারে দুর্ভিক্ষ

অতিমারির বাড়বাড়ন্ত। আর তার প্রভাবে বিভিন্ন দেশে দেখা দিতে পারে দুর্ভিক্ষ। আগামী কয়েক মাসের মধ্যে ২০ টির বেশি দেশে খাদ্য সঙ্কট হতে পারে। দুর্ভিক্ষের কবলে পড়তে পারে তিন কোটির বেশি মানুষ। রাষ্ট্রসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি’‌র প্রকাশিত তথ্যে এমনটাই উঠে এসেছে। সংস্থা রিপোর্টে জানিয়েছে, কোভিড ১৯ মহামারি ও জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী ক্ষুধার্ত পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে নিয়ে যাচ্ছে। এর মধ্যে নাইজেরিয়া, ইয়েমেন ও দক্ষিণ সুদান ছাড়াও আফগানিস্তান, সিরিয়া, মধ্যপ্রাচ্যের লেবানন, লাতিন আমেরিকার হাইতি ও ক্যারিবীয় অঞ্চল একই অবস্থানে রয়েছে। সেই সব দেশেই খাদ্য সঙ্কট বেশি হতে পারে।  সংস্থাটি আরও জানাচ্ছে, আগামী এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত তীব্র খাদ্যসংকটে পড়তে পারে দক্ষিণ সুদান ও ইয়েমেনের প্রায় ৭০ লাখের বেশি মানুষ। এর আগে দুর্ভিক্ষ সামাল দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবিক খাদ্যসহায়তা, নগদ অর্থ ও অন্যান্য জরুরি খাতে সাড়ে ৫০০ কোটি ডলার সহায়তার অনুরোধ জানায় সংস্থাটি। ফলে এ নিয়ে নতুন করে ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে।