সংক্রমণ রোধে সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

মঙ্গলবার (২৭ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের সঙ্গে সমন্বয় করে আগামী ৫ই মে পর্যন্ত আন্তর্জাতিক রুটের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তবে প্রবাসীদের জন্য সাতটি দেশে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চলাচল করবে এবং অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলো স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারবে।

যেহেতু লকডাউন সাত দিন বৃদ্ধি করা হয়েছে, এ জন্য ফ্লাইট চলাচলের বিধিনিষেধও পরবর্তী সাত দিনের জন্য অব্যাহত থাকবে।

বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, আমরা ফ্লাইট চালুর বিষয়টি নিয়ে এখনও আলোচনা করছি। তাই শুধুমাত্র প্রবাসীদের জন্য চলমান সাতটি দেশের (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, সিঙ্গাপুর, কুয়েত ও বাহরাইন) ছাড়া অন্য কোনো আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল করবে না।