সকালের অসহনীয় যানজট থেকে বিকেলেও পরিত্রাণ মেলেনি

ভোক্তাকন্ঠ ডেস্ক: নগরীর মহাখালী রেলগেট, নাবিস্কো মোড় থেকে সাতরাস্তা, জাহাঙ্গীরগেট থেকে ফার্মগেটে তীব্র যানজট দেখা গেছে। অন্যদিকে, মোহাম্মদপুর বসিলা এবং ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ রূপগঞ্জে যানজট লেগে ছিল। একইভাবে বিজয় স্মরণির মোড়ে যানবাহন যখন দাঁড়িয়ে আছে তখন ঘড়ির কাঁটায় সময় সোমবার (২৩ মে) বিকেল ৩টা ২০ মিনিট।

সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সকালে অসহনীয় যানজট থেকে বিকেলেও মিলছে না পরিত্রাণ। নগরীর মহাখালী রেলগেট, নাবিস্কো মোড় থেকে সাতরাস্তা, জাহাঙ্গীরগেট থেকে ফার্মগেটসহ বেশকিছু এলাকায় ছিল গাড়ির জটলা। গাড়ি মাঝে মাঝে একটু গেলেও থেমে থাকছে বহুক্ষণ। যেখানে সেখানে যাত্রী উঠানো-নামানো তো আছেই।

রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকা, গরমে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী। যথাসময়ে নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কর্মস্থলগামী মানুষ ও শিক্ষার্থীরা। নগরীর নতুন বাজার থেকে বাড্ডা লিংক রোড হয়ে হাতিরঝিল পর্যন্ত যানবাহনের তীব্র চাপ দেখা গেছে।