লাইসেন্স ছাড়া হেলমেট বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
লাইসেন্স ছাড়া হেলমেট বিক্রয় ও বাজারজাতের অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার রামপুরা এলাকায় বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য হেলমেট বিক্রয় ও বাজারজাতের অপরাধে বাইক ফেয়ারকে ২৫ হাজার টাকা এবং ইগনাইটকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

-এসআর/এমএ