কাগজে কমলেও বাজারে কমেনি সয়াবিন তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ছয় টাকা কমিয়ে ১৯৯ টাকা করা হলেও বাজারে এই দামে মিলছে না। সরকারের এ সিদ্ধান্ত কেবল কাগজে-কলমেই রয়ে গেছে। বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল।

ব্যবসায়ীরা বলছেন, নতুন দামের সয়াবিন তেল বাজারে না আসায় দাম কমেনি। বর্তমানে ২০৫ টাকা দরেই বিক্রি হচ্ছে।

রোববার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর এ ঘোষণা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৮০ টাকায়। এতদিন খোলা সয়াবিনের প্রতি লিটারের দাম ছিল ১৮৫ টাকা। আর এক লিটার বোতলজাত সয়াবিন তেল কাল (সোমবার) থেকে বিক্রি হবে ১৯৯ টাকায়। এতদিন যার দাম ছিল ২০৫ টাকা। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল এতদিন ৯৯৭ টাকায় বিক্রি হলেও, এখন দাম কমে বিক্রি হবে ৯৮০ টাকায়। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে।

তবে রাজধানীর খিলগাঁও, মালিবাগ, কারওয়ান বাজারসহ উত্তরার বেশ কয়েকটি বাজার ঘুরে নতুন দামে সয়াবিন তেল পাওয়া যায়নি। আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল।

কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বললে তারা জানান, নতুন দাম নির্ধারণ হলেও কোন কোম্পানিই এখনও নতুন রেটের সয়াবিন তেল বাজারে ছাড়েনি। আগের দামের তেল দোকানে থাকায় আগের দামেই বিক্রি করছেন।

উত্তরা কাঁচা বাজারের এক ব্যবসায়ী জানান, সয়াবিন তেলের কোম্পানিগুলো বলছে প্রতি লিটারে তেলের দাম আরও ৬-৮ টাকা বাড়বে। সেখানে সরকার দাম কমিয়ে দিয়েছে। আজকে আমাদের দোকানে তেল আসছে, তবে কমতি দামের নয়। আগের বাড়তি দামের তেল। তেলের দাম কমে যাবার কোন সম্ভাবনা এখন নেই। আমাদের কাছে কম দামের কোন তেল আসেনি। আমরা ২০৫ টাকা লিটার দরেই বিক্রি করছি।

তবে তেল কিনতে আসা ভোক্তারা বলছেন, সয়াবিন তেলের দাম কমবে, সরকারের এমন সিদ্ধান্তের কথা শুনেছি। তবে আজ বাজারে দাম কমানোর কোন প্রভাব দেখতে পাচ্ছি না। সয়াবিন তেল আগের দামেই বিক্রি করছেন ব্যবসায়ীরা। অথচ দাম বৃদ্ধির খবর পেলে আগে থেকেই ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়, অথবা বলে তেল নেই। বাজার থেকে তেল হারিয়ে যায়। কিন্তু এখন দাম কমলেও বাস্তবায়ন হচ্ছে না। সরকারের সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন চাই।

সয়াবিন তেলের দাম কমানোর বিষয়ে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান ভোক্তাকণ্ঠকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে যে হারে তেলের দাম কমেছে সে হারে বাংলাদেশে কমেনি। লিটারে মাত্র ছয় টাকা কমিয়েছে সরকার। তবে আমরা মনে করি প্রতি লিটারে ১৫-২০ টাকা কমানো উচিৎ ছিল। এতে ভোক্তারা কিছুটা হলেও স্বস্তি পেত।’

বাজারে তেলের দাম কমার প্রভাব না পড়ার বিষয়ে তিনি বলেন, ‘সরকারের সিদ্ধান্ত আজ থেকে বাজারে কার্যকর হবার কথা থাকলেও তা হয়নি। হয়তো বাজারে ভোক্তা পর্যায়ে প্রভাব পড়তে আরও কয়েকদিন সময় লাগবে।’

উল্লেখ্য, রোববার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ আভাস দেন, দুই-এক দিনের মধ্যে ভোজ্যতেলের দাম কমতে পারে।

তিনি বলেন, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমতে শুরু করেছে। ফলে দেশের বাজারেও দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

সর্বশেষ গত ০৯ জুন সয়াবিন তেলের দাম প্রতি লিটারে সাত টাকা বাড়িয়ে ২০৫ টাকা করা হয়েছিল। এর আগে গত ০৫ মে সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা করা হয়েছিল।

-আরইউ/এমএ