বরিশালে মজুদ করা সয়াবিন তেল বিক্রি হলো ১৩৬ টাকা লিটারে

ভোক্তাকন্ঠ ডেস্ক: অতিরিক্ত দামে তেল বিক্রির জন্য মজুদ করা ও অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১১ মে) দিনভর বরিশাল নগরের বাজার রোড, হাটখোলা এবং পিঁয়াজ পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।

তিনি জানান, হাটখোলা এলাকায় মজুদ করে রাখা তিন ড্রাম তেল আমরা দাঁড়িয়ে থেকে সরকার নির্ধারিত মূল্য কেজি প্রতি ১৩৬ টাকায় বিক্রির ব্যবস্থা করি।

এছাড়া অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি করায় মেসার্স মোল্লা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা, মেসার্স পুলিন বিহারী ঘোষ স্টোরকে ৪০ হাজার টাকা এবং মেসার্স নিউ রায় অ্যান্ড ব্রাদার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা, বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া, ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা। অভিযানে সহায়তা করে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।