শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল নেওয়া হবে অনলাইনে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের সেমিস্টার ফাইনাল নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষার সময়, প্রক্রিয়া ও মূল্যায়নের খসড়া তৈরির জন্য এ সংক্রান্ত কমিটি গঠন করা হয়।বিশ্ববিদ্যালয়ের ১৬৫তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেয়া হয়।

অনলাইনে পরীক্ষা নেয়া সংক্রান্ত কমিটি একটা খসড়া তৈরি করবে। এছাড়া আজকের একাডেমিক কাউন্সিলের মিটিং আগামী বৃহস্পতিবার পর্যন্ত মূলতবি করা হয়েছে। সেই সাথে বৃহস্পতিবার কমিটির প্রস্তুত করা খসড়াটি একাডেমিক কাউন্সিলে তোলা হবে এবং সেখানে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামকে কমিটির আহবায়ক এবং সদস্য সচিব হিসেবে রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেনকে মনোনীত করা হয়েছে। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সকল ফ্যাকাল্টির ডিন, সেন্টার অব এক্সিলেন্স এর পরিচালক অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. সাজেদুল করিম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।