রংপুরে টিকা পাবেন ২৪ হাজার শিক্ষার্থী

রংপুরে এইচএসসি শিক্ষার্থীদের মাঝে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। রংপুুুর নগরীর স্টেশন ক্লাব কেন্দ্রে আজ সোমবার সকাল থেকে শুরু হয়ে দশদিন টিকা দেওয়া হবে। এই কর্মসূচির উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।

শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দশ দিনব্যাপী এই কর্মসূচিতে বিভাগের আট জেলার প্রায় সোয়া লাখ শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হবে। এর মধ্যে রংপুর জেলার ৮ উপজেলায় মোট ২৩ হাজার ৮৮০ জন শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হবে। শিক্ষার্থীরা জন্মনিবন্ধন কার্ড নিয়ে টিকা নিতে পারবেন। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।

এসময় রংপুর বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, সোমবার থেকে রংপুরে এইচএসসি যারা পরীক্ষা দিবে তাদের জন্য টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। দুই একদিনের মধ্যে উপজেলা পর্যায়েও শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে।