শরীয়তপুরে বাজার অভিযান, একাধিক প্রতিষ্ঠাকে জরিমানা

শরীয়তপুর, ২৩ মে বৃহস্পতিবারঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে, আজ চারটি প্রতিষ্ঠানকে ভোক্তা আইনের বিভিন্ন ধারায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে মেসার্স মনোজ দাস’কে নির্ধারিত মূল্যে অতিরিক্ত মূল্য রাখার দায়ে ভোক্তা আইনের ৪০ ধারা মোতাবেক ৫০০ টাকা, মেসার্স হররাম মিষ্টান্ন ভান্ডারকে ৪৩ ধারা মোতাবেক অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে ১,০০০ টাকা, মেসার্স শাওন স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৫১ ধারা মোতাবেক ১,০০০ টাকা ও মের্সাস লতিফ স্টোরকে একই অভিযোগে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।