মানিকগঞ্জে কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত কলা, ধ্বংস ও জরিমানা আদায়

মানিকগঞ্জ, ২৬ মে রবিবারঃ আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়েন সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, জেলার দৌলতপুরে কলার আড়তে অভিযান চালিয়েছেন। অভিযানে উদঘাটন হয়েছে উদ্বেগজনক ঘটনা। কলা ব্যবসায়ী আব্দুল কাদিরের আড়তে পাওয়া যায় ‘রাইপেন ১৫’ নামে বিষাক্ত রাসায়নিক। যা অধিক মুনাফার আশায় সময়ের আগেই কৃত্রিমভাবে কলা পাকাবার কাজে ব্যবহৃত করা হতো। এসময়, বিষাক্ত ‘রাইপেন ১৫’ মিশ্রিত ৫ হাজার কলা জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানের খবর পেয়ে আড়ত থেকে পালিয়ে যায় কলা ব্যবসায়ী আব্দুল কাদির, এই দোকানের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

একই অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে জাহিদুল ফার্মেসীকে ৩,০০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।