ফেনীতে ভ্রাম্যমান আদালতের অভিযান: পনেরো হাজার টাকা জরিমানা

ফেনী, ২৬ মে রবিবারঃ আজ ফেনী সদর উপজেলায় বাজার তদারকি অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই সময় ফেনী সদরের পাঁচটি দোকান মালিককে বিভিন্ন ধারায় মোট পনেরো হাজার টাকা জরিমানা করেন। বাজার তদারকি পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা সোহেল চাকমা । বাজারের উত্তর পাশের দোকান আলী ষ্টোর এবং নাসির এন্ড সন্সকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় ৫১ নং ধারায় উভয় দোকানকে যথাক্রমে তিন হাজার এবং দুই হাজার টাকা জরিমানা করা হয় । বাজারের অন্য দুই দোকান মক্কা ষ্টোর এবং ইদ্রির্স ব্রাদার্সকে প্রতিশ্রুত সেবা প্রদান না করা এবং জনসাধারনকে হয়রানি করার অভিযোগে ৪৫ নং ধারা অনুযায়ী যথাক্রমে চার এবং তিন হাজার টাকা জরিমানা করেন নির্বাহী কর্মকর্তা ।পাশের দোকান মহসীন ব্রাদার্সকে পণ্যর মোড়ক ব্যবহার না করায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল চাকমা বলেন, অপরাধ নির্মুলে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

খবর সংগ্রহ ও সম্পাদনা– ভোক্তা অভিযোগ কেন্দ্র-০১৯৭৭০০৮০৭১