স্টেশনরোড দোকানে ভেজাল পন্য বিক্রি,ত্রিশ হাজার টাকা অর্থদন্ড

ভোক্তা অধিদপ্তরের অভিযানে, মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল পণ্য রাখা এবং বাজারজাত করায় ৩০,০০০ টাকা অর্থদন্ড করা হলো স্টেশনের এক দোকান মালিককে।অভিযানটি নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মোহাম্মদ ফয়েজ উল্লাহ।

সারাদেশে ভোক্তা অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত চালানো হচ্ছে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ অভিযান এবং দেয়া হচ্ছে অর্থদন্ড আবার কখনো কখনো কারাদন্ড। এরই ধারাবাহিকতা অনুযায়ী আজ দক্ষিণ সুরমা সিলেটের, স্টেশন রোডের মেসার্স হাবীব হোসেন স্টোরে অভিযান চালানোর সময় বেশ কিছু ভেজাল পণ্য এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বাজারজাত তথা বিক্রির সময় আটক করা হয়।

মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রির অপরাধে ৪১ও৫১ ধারা অনুযায়ী উক্ত স্টোর মালিককে ত্রিশ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

খবর সংগ্রহ ও সম্পাদনা-অভিযোগ কেন্দ্র-০১৯৭৭০০৮০৭১