দ্বিতীয় পর্যায়ে গলাচিপায় ঘর পাচ্ছে ৫০০ গৃহহীন পরিবার

পটুয়াখালীর গলাচিপায় মুজিববর্ষ উপলক্ষে ৫০০ ভূমি ও গৃহহীনদের মধ্যে জমি এবং গৃহ প্রদান করা হবে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারা দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের মাঝে জমি এবং গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

শুক্রবার বিকেল ৫টায় উপজেলা পরিষদের মিলনায়তনে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত থেকে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। এসময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাহিন।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারা দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি ও গৃহহীনদের মাঝে জমি এবং গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই উদ্বোধন কার্যক্রমের সঙ্গে ভার্চুয়ালি গলাচিপা উপজেলা পরিষদ মিলনায়তন থেকে যুক্ত থেকে উপজেলায় নির্মাণাধীন দ্বিতীয় পর্যায়ে ৫০০টি ঘরের শুভ উদ্বোধন ঘোষিত হবে। উদ্বোধন অনুষ্ঠানের দিন ১০০ সুবিধাভোগীকে জমি ও গৃহ প্রদানের পাশাপাশি তাদের জমির খতিয়ান এবং সার্টিফিকেট প্রদান করা হবে।

Leave a Comment