বিএডিসির ধানবীজের দামে দিশেহারা কৃষকরা

খুলনায় এখন বেশিরভাগ কৃষকের ভরসা বিএডিসির ধানবীজ।কিন্তু ইয়াস বিধ্বস্ত কয়রায় অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন বীজ ব্যবসায়ীরা। যা কৃষকদের জন্য মরার উপর খাঁড়ার ঘায়ের মত হয়ে দাঁড়িয়েছে।

বিএডিসির ধানবীজের সরকারি মূল্য বস্তাপ্রতি (১০ কেজি) ৩৬০ টাকা থেকে ৪০০ টাকা। কিন্তু বাজারে কিনতে গেলে তাদের দিতে হচ্ছে ৫০০-৭৫০ টাকা।
বস্তাপ্রতি ২০০-৩৫০ টাকা বেশি দিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। দাম বেশি হওয়ায় বিএডিসির মোড়ক পাল্টে ভেতরে অন্য বীজ দিয়ে ব্যবসায়ীরা বাজারে বিক্রি করছেন বলেও অভিযোগ করছেন অনেক কৃষক।

বিএডিসির নির্ধারিত দরে বীজ কিনতে এসেছিলেন তিনি। কিন্তু দোকানদার দাম হাঁকান ৫০০ টাকা। এতে বিপাকে পড়েন তিনি। অবশেষে বাধ্য হয়ে বেশি টাকা দিয়েই বীজ কিনেছেন, বলে জানায় উপজেলার সদর ইউনিয়নর কৃষক শফিকুল ইসলাম।

বাজারে বিএডিসির বীজের সংকটের কথা বলে অসাধু ব্যবসায়ীরা বেশি টাকা নিচ্ছেন। আর এ বীজের ওপরে আমাদের আস্থা থাকায় বেশি দামের পাশাপাশি ভেজাল বীজও দিচ্ছেন তারা। ফলে আমাদের ক্ষতি হচ্ছে, অভিযোগ করেন, এক কৃষক।

দাম বেশি নেয়ার অভিযোগ থাকলেও বেশিরভাগ ডিলারই বলছেন, সরকারি দামে বীজ বিক্রয় করা হচ্ছে। দাম বেশি নেয়ার সুযোগ নেই। কৃষি অফিস সব সময় মনিটরিং করছে।

কয়রা উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা অনুতাপ মণ্ডল বলেন, কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বীজ বিক্রি করলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলায় ধান বীজের কোনো সংকট নেই। তবে কিছু অসাধু ব্যবসায়ী এগুলোর সংকট দেখানোর চেষ্টা করছেন এবং বিএডিসির ধানবীজের ডিলারদের বেশি দাম কেউ নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমাদের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। বলে জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস।