গ্যাসের প্রতি সিলিন্ডারে ১৩৮ টাকা বেশি নিচ্ছে গাজী মোটরস

বিইআরসি নির্ধারিত ৮৪২ টাকার গ্যাসের সিলিন্ডার যশোরের গাজী মোটরস রাখছে ৯৮০ টাকা।

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৮৪২ টাকা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এটি সর্বোচ্চ খুচরা মূল্য, যা ১ জুন থেকে কার্যকর হয়েছে।

সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে প্রতি গ্যাস সিলিন্ডারে ১৩৮ টাকা বেশি রাখায় এই অভিযোগ করেন যশোরে বসবাসরত দিপংকর মল্লিক।

তিনি বলেন, ‘৫ জুন সকালে দোকানে যাই গ্যাস সিলিন্ডার কিনতে। তারা জানায় গ্যাসের সিলিন্ডারের দাম ৯৮০ টাকা। কিন্তু আমার জানা মতে ৩১ মে গ্যাসের সিলিন্ডারের দাম ৮৪২ টাকা প্রকাশ করা হয়। এমনকি সরকার নির্ধারিত দাম বাড়ানোর কোনো প্রজ্ঞাপন এখনো আসেই নি। এমতাবস্থায় এভাবে লোকজনের থেকে গ্যাসের প্রতি সিলিন্ডারের ১৩৮ টাকা করে বেশি নিচ্ছে তারা। বিষয়টি অত্র এলাকার UNO স্যারকেও জানানো হয়।’

তিনি আরও বলেন, ‘একজন ভোক্তা হিসেবে এবং সুনাগরিক হিসেবে এটা আমার অধিকার। আমি চাই, ভোক্তা অধিকার আইনের আওয়ায় এনে আমার নাধ্যমুল্য রেখে বাকি টাকা ফেরত পেতে।’

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রেখে অনেক অসাধু ব্যবসায়ী ভোক্তাদের কষ্ট উপার্জিত টাকা হাতিয়ে নিচ্ছে। এ ধরনের প্রতারণা বন্ধে এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণ সংরক্ষণে কাজ করছে ভোক্তাকণ্ঠ

আমরা জানি, কোনো দোকানে গেলে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বা সেবা বিক্রয় করা ভোক্তা অধিকার-বিরোধী কাজ।

ভোক্তা অধিকার ক্ষুণ্ন হয় এমন বিষয়ে অভিযোগ করুন এবং পাশে থাকুন ভোক্তাকণ্ঠের।

আরও পড়ুনঃ চরম প্রতারণায় মেতেছে ইভ্যালি

আরও পড়ুনঃ প্রতারণার ফাঁদ পেতেছে প্রিয়শপ

খাবারে অপ্রত্যাশিত বস্তু, উদাসীন কর্তৃপক্ষ