অক্সিজেন ব্যাংক সেবা দিবে খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সংগঠন অক্সিজেন সংকট কমাতে অক্সিজেন ব্যাংক সেবা চালুর উদ্যোগ নিয়েছে।

বাঁধন খুবি ইউনিটের উদ্যোগে আজ মঙ্গলবার থেকে ‘খুলনা বিশ্ববিদ্যালয় অক্সিজেন ব্যাংক’ সেবা চালু করা হচ্ছে। এ ছাড়া খুবি রোটার‌্যাক্ট ক্লাব ও খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুয়া) যৌথ উদ্যোগে চালু হচ্ছে ‘রোটার‌্যাক্ট খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অক্সিজেন ব্যাংক’। সংগঠনের সদস্য এবং জনসাধারণের দেওয়া অর্থ ও সহায়তায় এই অক্সিজেন ব্যাংকগুলো পরিচালিত হবে।

অক্সিজেন ব্যাংকের আওতায় অগ্রাধিকারের ভিত্তিতে বিশ্ববদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী, রোটার‌্যাক্টর ও রোটারিয়ানদের এই সেবা দেবে। সংগঠনটির সেবা পেতে যোগাযোগ করতে হবে তাদের ০১৯৪৩৫০১২৩৮ ও ০১৯৮০৪৪৫৪২৪৩ মোবাইল নম্বরে।

বাঁধন খুবি ইউনিট প্রাথমিকভাবে মাত্র পাঁচটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে। খুবির অনেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রী এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের ও খুলনার মানুষের পাশে দাঁড়াতে সবার সহযোগিতায় পর্যায়ক্রমে সিলিন্ডার সংখ্যা আরও বাড়ানো হবে। সংগঠনটির সেবা পেতে যোগাযোগ করতে হবে তাদের ০১৯২৪৩৯৩১৭৩ ও ০১৯৫২৩১৮১১৩ মোবাইল নম্বরে।