তেজগাঁও শিল্পাঞ্চলে বাজার অভিযানঃ জরিমানা আদায়

ঢাকা, ৩০ জুন রোববারঃ জাতীয় ভোক্তা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মাসুম আরেফিনের নেতৃত্বে আজ ঢাকা মহানগরী তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বাজার অভিযান পরিচালিত হয়েছে। এসময় মেয়াদোত্তীর্ণ ময়দা দিয়ে বিস্কুট ও রুটি তৈরির অপরাধে এবং মোড়কের গায়ে পণ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ও এমআরপি না থাকার দায়ে সোনালী বেকারিকে এক লক্ষ টাকা , অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন সংরক্ষণ ও বিপণন করা সহ গ্লূকোজ দিয়ে বিস্কুট,পাউরুটি ও কেক তৈরির অপরাধে মেসার্স হক বেকারি অ্যান্ড ফুড’কে এক লক্ষ টাকা, এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন উৎপাদনের অভিযোগে ৫০ হাজার টাকা, সর্বমোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।