ডেঙ্গু পরীক্ষার টেস্ট কিট বর্ধিত মূল্যে বিক্রি করায় পদ্মা জেনারেল হাসপাতালকে জরিমানা

ঢাকা, ১ আগস্ট বৃহস্পতিবারঃ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয়ের অভিযোগে রাজধানীর কাঁঠালবাগান এলাকার পদ্মা জেনারেল হাসপাতাল এবং তোপখানা রোডের মোস্তফা সার্জিকালকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে আজকের এ অভিযান চালানো হয়। এ সময় সহকারী পরিচালক আফরোজা রহমান ও আব্দুল জব্বার মন্ডল উপস্থিত ছিলেন। 

অধিদপ্তর সূত্রে জানা গেছে, পদ্মা জেনারেল হাসপাতাল ও মোস্তফা সার্জিকাল ছাড়াও আশপাশের বেশ কয়েকটি হাসপাতালের দায়িত্বরতদের সঙ্গে মতবিনিময় করেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় রিএজেন্ট মূল্য সরকার নির্ধারিত যা তা নেওয়ার পরামর্শ দেওয়া হয় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। পদ্মা জেনারেল হাসপাতালকে ৫০ হাজার ও মোস্তফা সার্জিকালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।