যানবাহনের পাশাপাশি যাত্রী পারাপার চলছে শিমুলিয়া ঘাটে

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারাদেশে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিন আজ। তবে বিধিনিষেধ উপেক্ষা করেই শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে যাত্রী ও যানবাহন পারাপার চলছে।

আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে এই নৌ রুটের ফেরিগুলোতে চলছে যাত্রী ও যানবাহন পারাপার।

অন্যদিনের চেয়ে বিধিনিষেধের কারণে আজ যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা অনেকটা কমে গেলেও যাত্রীদের আসা-যাওয়া অব্যাহত রয়েছে।

জানা গেছে, নৌ রুটে লঞ্চ বন্ধ থাকলেও লকডাউন বাস্তবায়নে ঘাট অভিমুখে ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পুলিশের কোনও নজরদারি বা চেকপোস্ট লক্ষ্য করা যায়নি। আর নজরদারি না থাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে শত শত দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীরা ঘাটে এসে উপস্থিত হচ্ছে।

বিধিনিষেধ উপেক্ষা করে অবাধে এই চলাচল সকলকে ক্ষতির মুখে ফেলবে বলে ধারণা করছেন দেশের সচেতন জনগন।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, নৌ রুটে বর্তমানে ১২টি ফেরি চলাচল করছে। বিধি আরোপের সময়ের আগে ঘাটে আসা যাত্রী যানবাহন পারাপার করা হচ্ছে।