ডেঙ্গু সনাক্তকরণ কিট নির্ধারিত মূল্যে বিক্রির হুঁশিয়ারি

ঢাকা, ১ আগস্ট বৃহস্পতিবারঃ গতকাল বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরীর মিডফোর্ডে ডেঙ্গু সনাক্তকরণের রি-এজেন্ট সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য অপেক্ষা অধিক মূল্যে বিক্রয় করা হচ্ছে কিনা তা তদারকি করা হয়। এ সময় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে এ বিষয়ে মতবিনিময় করা হয়। সভায় ডেঙ্গু সনাক্তকরণ রি-এজেন্টসহ অন্যান্য ওষুধের ক্ষেত্রে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যের অধিক মূল্যে বিক্রয় করা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে মর্মে কড়া হুঁশিয়ারি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ২৮ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য টেস্টগুলোর মূল্য নিম্নরূপ হবে:

ক) NS1- ৫০০ টাকা (সর্বোচ্চ); পূর্বমূল্য ছিল ১২০০ – ২০০০ টাকা।

খ) IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল ৮০০ – ১৬০০ টাকা

গ) CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০ টাকা (সর্বোচ্চ) যার পূর্বমূল্য ছিল ১০০০ টাকা।

এই মূল্য তালিকা ২৮ জুলাই রবিবার থেকে কার্যকর হবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই মূল্য তালিকা কার্যকর থাকবে।