মশা নিরোধক ক্রিমঃহরিলুটের কারবার

ঢাকা, ৪ আগস্ট রোববারঃ দেশব্যাপী ডেঙ্গু মহামারীর মাঝে কতিপয় ব্যবসায়ী অমানবিকভাবে মশানিরোধক ওষুধ, স্প্রে, মশারি থেকে শুরু করে ডেঙ্গু টেস্ট কিটের মূল্য শতভাগ বৃদ্ধির করে দিয়েছে। ফলে, সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে গেছে বহুগুন। বিভিন্ন বিক্রয় প্রতিষ্ঠান রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় মশা নিরোধক ক্রিম ‘অডোমস’ – এর মূল্য ৫০০ টাকা পর্যন্ত বিক্রি করছে। যা মাত্র সপ্তাহখানেক আগেও ১২৫ টাকা দরে বাজারে বিকিয়েছে।

আজ রাজধানীর কলাবাগানের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে এ অনিয়ম সরেজমিনে দেখতে পেয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বাধীন তদারকি দল। কলাবাগানের বেশ কয়েকটি ফার্মেসি বেশি দামে ওডোমস বিক্রি করছে, এমন অভিযোগে ক্রেতা সেজে ছদ্মবেশে কলাবাগের বেশ কয়েকটি ফার্মেসি থেকে পণ্যটি কেনেন অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় বেশকিছু ফার্মেসি ঠিক দামে ওডোমস বিক্রি করলেও অন্তত তিনটি ফার্মেসিতে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। দেখা যায় ১২৫ টাকায় কেনা অডোমস ৩০০ টাকা, ৩৫০ টাকা এমনকী ৫০০ টাকায়ও বিক্রি হচ্ছে।

এমন অনৈতিক চর্চার কারণে, দেশ ফার্মেসি, সুইস ফার্মেসি ও মাই ফার্মেসিকে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে অধিদপ্তর। আজকের বাজার তদারকি অভিযানে অংশ নেন সহকারী পরিচালক আফরোজা রহমান, আব্দুল জব্বার মন্ডলসহ অন্য কর্মকর্তারা।