কিশোরগঞ্জের তাড়াইলে মরিচের গুড়াতে রঙ, জরিমানা আদায়

কিশোরগঞ্জ, ৪ আগস্ট রোববারঃ গতকাল শনিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয় পরিচালিত এক বাজার অভিযানে, তাড়াইল উপজেলার তানিয়া রাইস মিলকে (সলিহাটি মোড়) রঙ মিশিয়ে মরিচের গুড়া প্রক্রিয়াকরণের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে আর কখনো এই অপকর্ম করবে না বলে প্রতিশ্রুতি দিলে তাকে মিল চালানোর অনুমতি দেওয়া হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পণ্য বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১ হাজার করে ৩ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইব্রাহীম হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তাড়াইল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রউফ তালুকদার উপস্থিত থেকে সহযোগিতা করেন।