২১ কোটি করোনা প্রতিরোধী টিকার ব্যবস্থা করা হয়েছে

করোনাভাইরাস প্রতিরোধে দেশের মানুষের জন্য আরও ২১ কোটি ডোজ ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার (২৪ জুলাই) বিকেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি’ শীর্ষক ভার্চুয়াল (জুম মিটিংয়ে) সভায় তিনি এ কথা বলেন।

এই মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এ পর্যন্ত সারাদেশে ১ কোটি ২০ লাখের মতো মানুষ টিকা নিয়েছেন। আরও  ২১ কোটি করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। আগামী বছর পর্যন্ত সেগুলো ধাপে ধাপে দেশে আসবে।’

ভার্চুয়াল এই সভার সভাপতিত্ব করে বিপিএমসির সভাপতি এম এ মুবিন খান।