ডেঙ্গু কিটের অধিক মূল্য, দুই হাসপাতালকে জরিমানা

ঢাকা, ৪ আগস্ট রোববারঃ ডেঙ্গু মহামারীকে পুঁজি করে মুনাফালোভীদের পোয়াবারো অবস্থা চলছে। সরকার কর্তৃক মূল্য নির্ধারণ করে দেয়া সত্ত্বেও প্রকাশ্য ও গোপনে প্রশাসনের দুর্বলতার সুযোগে অধিক মূল্যে বিক্রি হচ্ছে ডেঙ্গু সনাক্তকারী কিট।

গতকাল রাজধানীর মিরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালিত এক অভিযানে, ডেঙ্গু সনাক্তকারী কিটের মূল্য বেশি রাখায় ৫০ হাজার করে দু’টি হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক ও অলোক কেয়ার নামের এ দু’টি হাসপাতাল নির্ধারিত মূল্যের বেশি অর্থ গ্রহণ করেছিল রোগীদের থেকে।

অভিযানে যুক্ত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক আফরোজা রহমান ও উপ পরিচালক আব্দুল জব্বার।