সোমবার থেকে বিআরটিএ’র সীমিত সেবা চালু

কঠোর বিধিনিষেধে বিআরটিএ নিবন্ধিত মোটরযানের কর ও ফি আদায়ের জন্য অনলাইন ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে তাই সীমিত পরিসরে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে জরুরি প্রয়োজনে বিআরটিএ’র সীমিত কার্যক্রম চালু থাকবে বলে নির্দেশনা জারি করা হয়েছে।

বিআরটিএ সদরদফতরের পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস নির্দেশনাটি স্বাক্ষর করেন এবং বলা হয় যে, বিআরটিএ’র বিভিন্ন মেট্রো ও জেলা সার্কেল অফিস থেকে মোটরযান রেজিস্ট্রেশন এবং বিভিন্ন অ্যাকনলেজমেন্ট স্লিপ যেমন- রুট পারমিট সনদ নবায়ন, মোটরযান চালনার অস্থায়ী অনুমতিপত্রের মেয়াদ, মালিকানা বদলির আবেদন, মোটরযান রেজিস্ট্রেশন সনদপ্রাপ্তি ইত্যাদি কার্যক্রমের মেয়াদ বর্ধিতকরণ চালু থাকবে।

তবে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে বৈধ আবেদনপত্র গ্রহণ, মোটরযানের ফিটনেস নবায়ন, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীদের বায়োমেট্রিক গ্রহণ ইত্যাদি কাজ পরিস্থিতি বিবেচনা করে চালু করা হবে।