ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার তদারকি অভিযান, জরিমানা আদায়

কুমিল্লা, ৬ আগস্ট মঙ্গলবারঃ জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে গতকাল সোমবার, চকবাজার এলাকার মসলা ও মুদি পণ্যের পাইকা‌রি ও খুচরা বাজারদর যাচাইয়ের জন্য অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এ সময় জেলা প্রশাসক কু‌মিল্লার নির্দেশনা মোতাবেক বিএসটিআই প্রতিনিধিদের সাথে নিয়ে খোলা তেল হিসেবে বি‌ক্রিত বি‌ভিন্ন পাইকারি ব্যবসায়ী থেকে সয়া‌বিন ও পামওয়েল তেলের নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে ল্যাবরেট‌রি টেস্টের মাধ্যমে সংগৃহীত তেলের বিশুদ্ধতা যাচাই পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক আছাদুল ইসলামের নেতৃত্বে প‌রিচা‌লিত তদারকিকালে, মুল্য তা‌লিকা প্রদর্শন না করায় সা‌মিয়া ষ্টোরকে তিন হাজার টাকা এবং অননুমো‌দিত বিদেশী চকলেট বিক্রয় করায় তাজমহল সুইটস ও আব্দুল্লাহ ফুডকে যথাক্রমে চার ও পাঁচ হাজার টাকা জ‌রিমানা আরোপ ও আদায় করা হয়।

গতকাল পরিচালিত বাজার তদারকিতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাতে মসলা ও মু‌দি সামগ্রীর কৃ‌ত্রিম সঙ্কট সৃষ্টি ও মূল্য বৃদ্ধি না হয় এজন্য স্থানীয় বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দকে সাথে নিয়ে সতর্ক করা হয়।