পোশাক শ্রমিকদের টিকাদান কার্যক্রম বন্ধ

সরকার ঘোষিত বিধিনিষেধের আওতায় পোশাক কারখানাগুলো বন্ধ থাকায় বন্ধ রয়েছে শ্রমিকদের টিকাদান কার্যক্রমও। তবে ঈদের আগে দু’দিন বিশেষ উদ্যোগে টিকা দেওয়া হয়েছে তৈরি পোশাক শ্রমিকদের।

বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেন, রবিবার থেকে শ্রমিকদের টিকা দেওয়া কথা ছিল। কিন্তু আগামী ৫ আগস্ট পর্যন্ত কারখানা বন্ধ থাকার কারণে শ্রমিকদের টিকা দেওয়া সম্ভব হচ্ছে না।

সরকারকে যাতে বিদেশিরা টিকা দিয়ে সহযোগিতা করেন সে জন্য বায়ারদের সঙ্গে আলোচনা করছি। বায়াররাও বাংলাদেশকে টিকা দেওয়ার বিষয়ে তাদের সরকারের সঙ্গে কথা বলছে। ইতোমধ্যে টিকা আসা শুরু হয়েছে, জানান তিনি।