রাজধানীর বেইলি রোডে অভিযান, জরিমানা আদায়

ঢাকা, ২০ আগস্ট মঙ্গলবারঃ আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা কার্যালয় কর্তৃক, মহানগরীর বেইলি রোডে অবস্থিত BBQ Cafe কে ফ্রিজের একই চেম্বারে কাঁচা মাংসের সাথে রান্না করা বাসি মাংস, গ্রিল, শর্মা সংরক্ষণ করার অপরাধে ৫০ হাজার টাকা, Roaster Cafe কে ফ্রিজের একই চেম্বারে কাঁচা মাংসের সাথে দই সংরক্ষণ করার অপরাধে ২০ হাজার, S Baker কে পাউরুটি, কেক ইত্যাদির প্যাকেটের গায়ে লেবেল না থাকা (উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ইত্যাদি না থাকার) অপরাধে ৫০ হাজার টাকা, ঢাকা বিরিয়ানি হাউজকে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে ৩০ হাজার টাকা, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ সস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৫০ হাজার টাকাসহ ৫ প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। আজকের তদারকি অভিযানে এপিবিএন-১ এর সম্মানিত সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেছেন বলে জানা গেছে।