বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ

গত বছরের শেষ থেকে দেশের অর্থনীতির চাকা সচল হতে থাকলে রেকর্ড পরিমাণ পণ্য আমদানির দেখা মেলে।
তবে করোনাপূর্ববর্তী অবস্থানের মত ফেরা হয়নি বলে এই অর্থবছরটিতে বড় ধরনের বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ।

২০২০-২১ অর্থবছর শেষে ২ হাজার ২৭৯ কোটি ৯০ লাখ ডলার বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ।
এত বড় ঘাটতি আর কখনো দেখা যায়নি।
এর আগে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি ছিল ২০১৭-১৮ অর্থবছরে, ১ হাজার ৮১৭ কোটি ৮০ লাখ ডলার(বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ লেনদেন ভারসাম্য সারণির তথ্য অনুযায়ী)। 

যেদিকে এই আলোচিত অর্থবছরে পণ্য আমদানির পেছনে বাংলাদেশের ব্যয় হয়েছে ৬ হাজার ৬৮ কোটি ডলার,
সেখানে রপ্তানির মাধ্যমে বাংলাদেশ আয় করে ৩ হাজার ৭৮৮ কোটি ডলার।
বলা যায়, রেকর্ড আমদানির বছরে রেকর্ড ঘাটতি।

দেশের অর্থনীতিবিদরা বলছেন, এখন করোনার মধ্যেও কারখানা খোলা রাখা হচ্ছে। তাছাড়া ভ্যাকসিনও ব্যাপকহারে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে সামনের দিনগুলোতে অর্থনীতির চাকা আগের মতো স্তিমিত হয়ে পড়ছে না। এবারের আমদানি-রপ্তানি উভয় খাতেই ভালো প্রবৃদ্ধি সে কথাই বলছে। 

আরও পড়ুন: দেশে টিকার আওতায় প্রায় দেড় লাখের মতো মানুষ – Voktakantho