ফেনীতে নকল কেকের কারখানাঃ অভিযোগকারী পুরস্কৃত

ফেনী, ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবারঃ এবার ভোক্তার সচেতনতায় খোঁজ মিলেছে নকল কেকের কারখানা। আমাদের ফেনী প্রতিনিধির পাঠানো প্রতেবদনে জানা গেছে, সম্প্রতি নুরুল আমীন নামের একজন ভোক্তা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিসপ্তর, ফেনী কার্যালয়ে অভিযোগ করেন ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা বিসিকে অবস্থিত ‘নিফাজ ফুডস’ বিগত কয়েক মাস থেকে প্রাণের অল টাইম কেকের ডিজাইন নকল করে সাধারণ ভোক্তাদের সাধারনকে বিভ্রান্ত ও প্রতারিত করে আসছিল।

ফেনীতে জব্দ প্রাণের নকল কেক ও মোড়ক

তারা প্রাণ কোম্পানির লোগো এবং ডিজাইন হুবহু নকল করে শুধুমাত্র পণ্যের নামের স্থানে ‘অল টাইমে’র পরিবর্তে ‘টাইম টু টাইম’ ব্যবহার করছিল। যে কোন ক্রেতা চট করে বুঝতেই পারবেন না পণ্যটি প্রাণ নাকি অন্যদের। এই অভিযোগের প্রেক্ষিতে গতকাল অভিযুক্ত প্রতিষ্ঠানে যাওয়া হয় এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়। সেখান থেকে ২৪ পিস কেক এবং প্রায় ২০০০টি মোড়ক জব্দ করে আনা হয়। আজকে মালিক এবং অভিযোগকারী উভয় পক্ষের সাথে শুনানি করা হয় যেখানে মালিক স্বেচ্ছায় তার দোষ স্বীকার করায়, নিফাজ ফুডস’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫০ অনুযায়ী ৫০০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং আইন অনুসারে জরিমানার ২৫ শতাংস (১২,৫০০ টাকা) অভিযোগকারী নুরুল আমীনকে প্রদান করা হয়।