রাজধানীর ধানমণ্ডি, আদাবর ও মোহাম্মদপুরে বাজার তদারকি অভিযান

ঢাকা, ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবারঃ আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আরেফিন ও মাগফুর রহমানের নেতৃত্বে ঢাকার ধানমন্ডি,আদাবর ও মোহাম্মদপুর এলাকার বাজার তদারকি করা হয়।

বাজার তদারকি কালে মোড়কজাত পন্যে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও এম আর পি ইত্যাদি না থাকায় কোহিনুর জেনারেল স্টো্রকে ১০ হাজার,তারেখ জোনসকে ২০ হাজার,ভাগ্যকুল মিস্টান্ন ভান্ডারকে ৫ হাজার ও টাঙ্গাইল সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ওআদায় করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করার জন্য কিউএফসি কে ৫ হাজার টাকা,পরশমনি হোটেল কে ৫ হাজার ,এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য ইয়ামী ইয়ামীকে ১০ হাজার ,মীম সেলুনকে ৫ হাজার , ওষুধের মূল্য বেশি রাখার দায়ে ইসামি ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আজকের তদারকি অভিযানে সর্বমোট ৯টি প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর সূত্র।