উত্তরার ‘সী – শেল’ রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা

ঢাকা, ২ অক্টোবর বুধবারঃ আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার ও সহকারী পরিচালক মোঃ মাসুম আরেফিন এবং সহকারী পরিচালক ইন্দ্রানী রায় নেতৃত্বে রাজধানীর উত্তরা ও উত্তরা পশ্চিম এলাকার বাজার তদারকি করা হয়।

উত্তরার সী-শেল রেস্তোরাঁর অভ্যন্তরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না হয়

তদারকিকালে মোড়কজাত পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য ইত্যাদি না থাকায় ‘শপ এন্ড সেভ’কে ৩০ হাজা্র টাকা,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করার জন্য ‘সী-শেল’ রেস্তোরাঁকে ২ লক্ষ টাকা, ‘গ্রেট ইন্ডিয়া রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা এবং ‘আযান রেস্টুরেন্ট’কে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সর্বমোট ৪টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় বলে জানিয়েছে আমাদের অধিদপ্তর সূত্র। আজকের বাজার তদারকিকালে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ঢাকা সহায়তা করেছেন।