কারওয়ান বাজারের পেঁয়াজ আড়তে তদারকি অভিযান

ঢাকা, ২১ অক্টোবর সোমবারঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে সহকারি পরিচালক ফাহমিনা আক্তার, সহকারি পরিচালক মাগফুর রহমানের পরিচালনায় আজ রাজধানীর কারওয়ান বাজারে পেঁয়াজের আড়ত তদারকি করা হয়। এসময় ৫ টি প্রতিষ্ঠানকে ভোক্তার অধিকার ক্ষুন্ন করায় জরিমানা করা হয়। তদারকিকালে দেশি পেঁয়াজের ক্রয় মূল্য ৮৮ থেকে ৯০ টাকা এবং বিক্রয় মূল্য ৯০ থেকে ৯৬ টাকা পাওয়া যায়। এলসি ক্রয়মূল্য ৮৮ থেকে ৯০ টাকা এবং বিক্রয় মূল্য ৯০ থেকে ৯৪ টাকা পাওয়া যায়। এছাড়া মিয়ানমারের পেঁয়াজ ক্রয় মূল্য ৭৮ থেকে ৮২ টাকা এবং বিক্রয় মূল্য পাওয়া যায় ৮২ থেকে ৮৮ টাকা দর পাওয়া গেছে।