বিমানবন্দরে ল্যাবের সম্মতি আসতে পারে আজ: বেবিচক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাবের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিকিউর (এসওপি) নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সম্মতি আজ আসতে পারে।

সোমবার (২০ সেপ্টেম্বর) ‘বিশ্ব পরিচ্ছন্নতা দিবস’ আয়োিজত এক সভায় এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মফিদুর রহমান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২১’ উদ্বোধন অনুষ্ঠানের আেয়াজন করা হয়।

বেবিচক চেয়ারম্যান বলেন, ল্যাব স্থাপনের জন্য সাতটি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এদের মধ্যে ছয়টি প্রতিষ্ঠান এসওপি জমা দিয়েছে। তা সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে।

এগুলো যেন আন্তর্জাতিক মান সম্পন্ন হয় সে দিকে লক্ষ্য রাখা হচ্ছে। ইউএই থেকে অনুমতি পেলে ল্যাব স্থাপনের কাজ শুরু হবে।

তিনি জানান, বিমানবন্দরে বহুতল কার পার্কিং ভবন নিরাপদ, ল্যাব স্থাপনে কোনও ঝুঁকি নেই। আরব আমিরাতের যাত্রীদের করোনা টেস্টের ফি একই হবে, যদি কোনও যাত্রী ভুল রিপোর্টের কারণে বিদেশ থেকে ফিরে আসে তাহলে ও-ই প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানাসহ শাস্তি দেওয়া হবে।