বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিয়ে ক্যাবের নাগরিক সভা কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে আগামীকাল  অনুষ্ঠিত হবে ভার্চুয়াল নাগরিক সভা। এবারের বিষয় ‍‌’বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ (বিশেষ বিধান )’।

আগামীকাল সকাল ১১ টার সময়ে এ সভা অনুষ্ঠিত হবে বলে
সোমবার (২০সেপ্টম্বর) ক্যাবের তথ্যকর্মকর্তা আনােয়ার পারভেজ এ তথ্য জানিয়েছেন ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আনোয়ার পরভেজ জানান, ‌‌’বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ (বিশেষ বিধান ) আইনের মেয়াদ বৃদ্ধি, বিইআরসি আইন পরিবর্তন, ভাড়া বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ বৃদ্ধি এবং সুশাসন সংকট’ নিয়ে এ বিষয়ক নাগরিক সভা ভার্চুয়ালী অনুষ্ঠিত হবে।

ভার্চুয়ালী অনুষ্ঠিত এ নাগিরক সভায় সভাপতিত্ব করবেন ক্যাব সভাপতি এবং সাবেক দুদক চেয়ারম্যান গোলাম রহমান।

জনগুরুত্বপূর্ণ এ অনলাইন জুম সভায় অংশগ্রহণের জন্য ক্যাবের পক্ষ্য থেকে অনুরোধ জানানো হয়েছে।

অনলাইনে নাগরিক সভা যুক্ত হওয়ার লিংক:

https://us02web.zoom.us/j/89201594452?pwd=cDFuYmRON1EvRnZJcU00NHNudGdPQT09

Meeting ID: 892 0159 4452

Passcode: 107164

ভােক্তাকণ্ঠ