কারওয়ান বাজারে টানা বাজার তদারকি

ঢাকা, ২২ অক্টোবর মঙ্গলবারঃ বছরে এক থেকে দুইবার বাজার তদারকি করা হতো বলে প্রচলিত ধারণা ভেঙে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজার মূল্য তদারকিতে টানা প্রতিদিন কর্মকর্তারা হাজির হচ্ছেন দেশজুড়ে বিভিন্ন বাজারে। এমনকি একই বাজারে উপস্থিত হচ্ছেন প্রতিদিন। সাধারণ ক্রেতা এই চেষ্টাকে সাধুবাদ জানালেও ক্ষুব্ধ হয়েছে অতিরিক্ত মুনাফা প্রত্যাশী বিক্রেতা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালকের সার্বিক তত্ত্বাবধানে আজ পুনরায় কারওয়ান বাজার এলাকায় বাজার তদারকি করা হয়। বাজার তদারকি অভিযান পরিচালনা করেন সহকারি পরিচালক ফাহমিনা আক্তার, সহকারি পরিচালক মাগফুর রহমান এবং সহকারি পরিচালক ইন্দ্রানী রায়। আজকের তদারকিকালে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ও আরো কয়েকটিকে সতর্ক করা হয় বলে জানা গেছে অধিদপ্তর সূত্রে।