গ্রিস আলবেনিয়া মাল্টায় জনশক্তি রফতানির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ গ্রিস, আলবেনিয়া এবং মাল্টায় জনশক্তি রফতানির পথ সুগম হচ্ছে। এ তিনটি দেশে বৈধ পথে কর্মী পাঠাতে চায় বাংলাদেশ সরকার।

এ নিয়ে ইউরোপের দেশগুলোর সঙ্গে দ্রুত সময়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। আশা করা হচ্ছে, এই তিনটি দেশের সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে বিপুল পরিমাণ কর্মীর কর্মসংস্থান হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সমঝোতা স্মারকের খসড়া কপি বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে রয়েছে। মন্ত্রণালয় থেকে চূড়ান্ত বার্তা পেলেই কর্মী পাঠাতে দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে গ্রিসের বাংলাদেশ দূতাবাস।

আলবেনিয়া এবং মাল্টারও সুযোগ তৈরি হচ্ছে। এ জস্য প্রয়োজনীয় এমওইউ ড্রাফট তৈরির কাজ চলছে।
এসব দেশে কৃষি, কনস্ট্রাশান, ফিশিং সেক্টরগুলোতে লোক দরকার।