পচা মাংস বিক্রির অপরাধে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে গরুর পচা মাংস বিক্রির রিয়াদ হোসেন নামের এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা ৪০ কেজি পচা মাংস । যা স্থানীয়দের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রামগঞ্জ উপজেল নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা এ জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়ারেস কামাল ও স্যানিট্যারি ইন্সপেক্টর আলমগীর কবির।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, রামগঞ্জ পৌর শহরের কাঁচা বাজারে কসাই রিয়াদ বাসি ও পচা মাংস বিক্রি করছিলেন। খবর পেয়ে ইউএনও তাপ্তি চাকমা সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

ঘটনার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার আইনে কসাই রিয়াদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা বলেন, পচা ও বাসি মাংস বিক্রির অপরাধে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।