বাড়ছে পেঁয়াজের দাম

হঠাৎ করেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। চারদিনের ব্যবধানে কেজিতে ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের কেজি উঠে গেছে ৮০ টাকায়।
পূজার কারণে ভারত থেকে পেঁয়াজ কম আসা এবং সেখানে দাম বাড়ার ফলে বাংলাদেশের বাজারেও বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

তারা বলছেন, পূজার কারণে ভারত থেকে পেঁয়াজ আমদানি কম হচ্ছে। সেই সঙ্গে ভারতে বেড়ে গেছে পেঁয়াজের দাম। আবার বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কম। সব মিলিয়ে বেড়েছে পেঁয়াজের দাম।
ব্যবসায়ীরা আরও বলেন, গত বছর পেঁয়াজ আমদানি করে লোকসান গুনেছেন আমদানিকারকরা। এ কারণে এবার আমদানি কমিয়ে দিয়েছেন তারা। এরও প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে।
বুধবার রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা পর্যায়ে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা। আর পাইকারিতে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৬৭-৭০ টাকা।
গত শুক্রবার খুচরা বাজারে পেঁয়াজের কেজি ৪৫ টাকা বিক্রি হয়। আর পাইকারিতে কেজি ছিল ৪০ টাকা। এ হিসাবে চারদিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে।

Related posts:

২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬৯৪ জন
দুই লাখ ছাড়ালো করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা
করোনায় দেশে নতুন আক্রান্ত ৯, মৃত্যু ২
জাজিরা-মাওয়া রুটে লঞ্চ-স্পিড বোট চলা নিয়ে সংশয়, বিকল্প আয়ের চিন্তা 
বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ১০ ট্রলার ডুবি, নিখোঁজ ২৫ জেলে
পুনর্বার নিম্নমানের ১৩ পণ্যের লাইসেন্স বাতিল করেছে হাইকোর্ট
কৃষক পর্যায়ের দাম এবং খুচরা মূল্যের পার্থক্য অস্বাভাবিক
নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রির জন্য মৌলভীবাজারে মত বিনিময় সভায় মহাপরিচালকের দিক নির্দেশ...
পাসের হরে এগিয়ে যশোর, কমে চট্টগ্রাম
স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি ও যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি