রোহিঙ্গাদের মানবিক সহায়তায় জাতিসংঘ-বাংলাদেশ চুক্তি আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভাসানচরে  থাকা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা বিষয়ে জাতিসংঘের সঙ্গে চুক্তি করছে  বাংলাদেশ। আজ শনিবার এ চুক্তি স্বাক্ষর হবে। সরকারের সঙ্গে জাতিসংঘের আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো: মহসিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোহিঙ্গাদের ভাসানচরে যাওয়া নিয়ে বর্তমানে সরকারের সঙ্গে আলোচনা চলছিল জাতিসংঘের। সেখানে রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা, শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ, নির্বাচনের সুযোগসহ বিভিন্ন শর্ত দিয়েছে জাতিসংঘ। সেই সঙ্গে ভাসানচরের মতো কক্সবাজারে রোহিঙ্গা শিবিরেরও আবদার জুড়ে দিয়েছে তারা। কিন্তু এসব শর্তের মধ্যে কিছু শর্ত রয়েছে, যেগুলো আংশিক মেনেছে বাংলাদেশ। আর কিছু শর্ত মানা হয়নি।

জানা গেছে, রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা চেয়েছে জাতিসংঘ। এখানে শুধু জরুরি ক্ষেত্রে যেমন কেউ অসুস্থ হয়ে পড়লে, সে ক্ষেত্রে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার মতো বিষয়গুলোতে বাংলাদেশ ছাড় দেবে।