ঢাকার বিভিন্ন বাজারে তদারকি

স্টাফ রিপোর্টার: মহাখালী কাঁচাবাজার, মধ্য বাড্ডা ও বনানী কাঁচাবাজার এলাকায় বাজার অভিযান পরিচালনা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর । মহাখালীর কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

 অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ আবদুল জব্বার মন্ডল।  এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা ইত্যাদি অপরাধে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়।

অর্থদন্ড প্রাপ্ত এক ব্যবসায়ী বলেন, আমরা সবসময় দোকানের পরিবেশ পরিষ্কার পরিছন্ন রাখার চেষ্টা করি তারপরও মাঝেমাঝে ভুল হয় যদিও এটি উচিত নয়।

অভিযান পরিচালনার সাথে সংশ্লিষ্ট একজন জানান জনস্বার্থে তাদের বাজার অভিযান নিয়মিত চলবে।

 এছাড়া জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপস্থিত ভোক্তাগণ এবং ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। উক্ত তদারকি কাজে বনানী থানা পুলিশ সহায়তা প্রদান করে।

 গতকাল জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা মহানগরীর মেরাদিয়া বাজার খিলগাঁও এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।