জিগাতলা ও জুরাইন বাজার এলাকায় ভোক্তা-অধিদপ্তরের অভিযান

ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: রাজধানীর জিগাতলা ও জুরাইন বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বানিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম।

আজ রাজধানীর জিগাতলা বাজার (সালেক গার্ডেন) এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় একাধিক প্রতিষ্ঠানকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।

অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর তত্ত্বাবধানে সহকারী পরিচালক জনাব রোজিনা সুলতানা, জনাব মাগফুর রহমান ও জনাব মাহমুদা আক্তার অভিযানটি পরিচালনা করেন।

অপরদিকে সহকারী পরিচালক জনাব প্রণব কুমার প্রামানিক এর পরিচালনায় বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম কর্তৃক মহানগরীর জুরাইন বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেন। অভিযানে শ্যামপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অভিযান শেষে ভোক্তা -অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।