ওয়ারী ও পল্টনের ৬ প্রতিষ্ঠানকে জরিমানা ৪১ হাজার টাকা

ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: রাজধানীর ওয়ারী ও পল্টন থানাধীন বায়তুল মোকাররম মসজিদ মার্কেট এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল।

এসময় তিনি জাতীয় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ধারা নং ৩৭ ও ৩৮ অনুযায়ী পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়দ উর্ত্তীণ পণ্য বিক্রয় করার অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করেন।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পল্টন থানাধীন বায়তুল মোকাররম মসজিদ মার্কেট এলাকায় দই, পাউরুটি, কেক ও বিস্কিট এর প্যাকেটের গায়ে লেভেল (উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য) না থাকায় গ্রামীণ সুইটস মিটকে দশ হাজার টাকা, অলিম্পিয়া বেকারী এন্ড কনফেকশনারীকে দশ হাজার, মনোরম স্নেক্সকে দশ হাজার, স্বর্ণা স্নেক্সকে পাঁচ হাজার ও বেঙ্গল স্নেক্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন জনাব আব্দুল জব্বার মন্ডল।    

এছাড়াও ওয়ারী থানার বাবলু ষ্টোরকে আদা, রসুন ও পিয়াজের মূল্য তালিকা প্রদর্শন না করায় এক হাজার টাকা করে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।