পাবনায় ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযান ও মতবিনিময় সভা

ভোক্তাকণ্ঠ প্রতিবেদক: ‘মুজিববর্ষের অঙ্গিকার সুরক্ষিত ভোক্তা অধিকার’ স্লোগানকে সামনে রেখে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় তদারকিমূলক অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান পরিচালনাকালে ভদ্র পাড়া এলাকার একটি বেকারিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন, পণ্য মোড়কজাতকরণ বিধি অমান্য করে পণ্য বিক্রয়, নিষিদ্ধ রাসায়নিক অ্যামোনিয়াম সালফেট ও সেকারিন খাদ্যপণ্যে মিশ্রিত করার অপরাধে অর্থদন্ড করা হয়।

তদারকিমূলক উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন ভাঙ্গুড়া থানা পুলিশের একটি টিম ও ভাঙ্গুড়া উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক।

অভিযান শেষে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র মহোদয়ের সহযোগিতায় পৌরসভার সম্মেলনকক্ষে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয় এবং ব্যবসায়ীগণকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ব্যবসা পরিচালনা করার জন্য আহ্বান জানানো হয়। সভায় নিরাপদ খাদ্য পরিদর্শকসহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে জানানো হয়