টমেটোতে আগুন

নিজস্ব প্রতিবেদক:
নিত্যপণ্যের বাজার দর প্রায় প্রতিদিনই কমা-বাড়ার মধ্যে রয়েছে। বাজারে কিছু পণ্যের দাম যেন কিছুতেই কমছে না। এর মধ্যে টমেটো অন্যতম। শীতের এই সবজিটি দীর্ঘদিন থেকেই প্রতিকেজি ১২০ টাকার উপরে বিক্রি হচ্ছে। আজকের বাজারে প্রতিকেজি টমেটোর দাম নেয়া হচ্ছে ১৪০ টাকা। যা গত সপ্তাহে ছিল ১২০ টাকা। সপ্তাহের ব্যবধানে প্রতিকেজিতে দাম বেড়েছে ২০ টাকা।

রবিবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানা যায়।

চালের দাম
প্রতিকেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬০ টাকা, নাজিরশাইল প্রতিকেজি ৬৮ টাকা, আমন পাইজাম প্রতিকেজি ৫২ টাকা, পারিজা, স্বর্ণা প্রতিকেজি ৪৮ টাকা, বিআর-১১, বিআর-৮ প্রতিকেজি ৪৭ টাকা, কাটারীভোগ প্রতিকেজি ৯০ টাকা, চিনিগুঁড়া প্রতিকেজি ১০০ টাকা, কালজিরা প্রতিকেজি ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

আটার দাম
আটা (খোলা) প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩২ টাকা, আটা (পলিপ্যাক) প্রতিকেজি ৪০ টাকা, ময়দা (খোলা) প্রতিকেজি ৪২ টাকা, ময়দা (পলিপ্যাক) প্রতিকেজি ৫০ টাকা, সুজি (খোলা) প্রতিকেজি ৬৫ টাকা এবং সুজি (পলিপ্যাক) প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

ডালের দাম
মসুর ডাল (দেশী) প্রতিকেজি বিক্রি হচ্ছে ১১০ টাকায়, মসুর ডাল প্রতিকেজি ৯০ টাকা, মুগ ডাল (দেশী) প্রতিকেজি ১৩৫ টাকা, ছোলা (আস্ত) প্রতিকেজি ৮০ টাকা, মটর (দেশী) প্রতিকেজি ৬০ টাকা, খেশারী প্রতিকেজি ৭৫ টাকা।

তেলের দাম
সয়াবিল (খোলা) প্রতি লিটার ১৫৮ টাকা, সয়াবিল (বোতলজাত) প্রতি লিটার ১৫৩ টাকা, পাম তেল (খোলা) প্রতি লিটার ১৪০ টাকা, সরিষার তেল (খোলা) প্রতি লিটার ২৬০ টাকা, নারিকেল তেল প্রতি কেজি ৬৫০ টাকা।

সবজি ঘি (ডালডা) প্রতিকেজি ৯০ টাকা, ঘি প্রতিকেজি ১১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের দাম
রুই দেশী (ছোট) প্রতি কেজি ৩১০ টাকা, রুই দেশী (বড়) প্রতিকেজি ৫২০ টাকা, রুই (আমদানী) প্রতিকেজি ২৭৫ টাকা, কাতল (দেশী) প্রতিকেজি ৩৭০ টাকা, কাতল (আমদানী) প্রতিকেজি ২৮০ টাকা, ইলিশ (৫০০ গ্রাম) প্রতিকেজি ৬০০ টাকা, ইলিশ (১-২ কেজি) প্রতিকেজি ১২০০ টাকা, পাংগাস প্রতিকেজি ১৮৫ টাকা, সিলভার কার্প (১-২ কেজি) প্রতিকেজি ১৮৫ টাকা, সিলভার কার্প (বড়) প্রতিকেজি ২৭৫ টাকা, চিংড়ি মাছ (ছোট) প্রতিকেজি ৬৬০ টাকা, চিংড়ি মাছ (বড়) প্রতিকেজি ৯৭০ টাকা, শিং (ছোট) প্রতিকেজি ৭৫০ টাকা, শিং (বড়) প্রতিকেজি ৯৬০ টাকা, কৈ (ছোট) প্রতিকেজি ১৯০ টাকা, কৈ (বড়) প্রতিকেজি ২০০ টাকা।

মোরগ-মুরগীর দাম
দেশী মুরগী (বড়) প্রতিকেজি ৫৬০ টাকা, দেশী মুরগী (মাঝারী ৮০০ গ্রাম) প্রতিকেজি ৪৬০ টাকা, দেশী মুরগী (ছোট ৫০০ গ্রাম) প্রতিকেজি ৩৩০ টাকা, ফার্মের ব্রয়লার মুরগী প্রতিকেজি ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতিকেজি গরুর মাংসের দাম ৬০০ টাকা, প্রতিকেজি খাসীর মাংসের দাম নেয়া হচ্ছে ৮৫০ টাকা।

ডিমের দাম
ফার্মের মরগীর লাল ডিম প্রতি হালি ৩৭ টাকা, ফার্মের মুরগীর সাদা ডিম প্রতি হালি ৩৭ টাকা, দেশী মুরগীর ডিম প্রতি হালি ৬৫ টাকা, হাঁসের ডিম প্রতি হালি ৬০ টাকা।

মসলার দাম
পেঁয়াজ (দেশী) প্রতিকেজি ৬০ টাকা, পেঁয়াজ (আমদানী) প্রতিকেজি ৫৫ টাকা, রসুন (দেশী) প্রতিকেজি ৯০ টাকা, রসুন (এক দানা) প্রতিকেজি ২০০ টাকা, রসুন (আমদানী) প্রতিকেজি ১৪০ টাকা, হলুদ প্রতিকেজি ১৯০ টাকা, আদা (দেশী) প্রতিকেজি ৮৫ টাকা, আদা (আমদানী) প্রতিকেজি ১৩০ টাকা, শুকনা মরিচ (দেশী) প্রতিকেজি ১৯০ টাকা, শুকনা মরিচ (আমদানী) প্রতিকেজি ২৪০ টাকা, কাঁচা মরিচ প্রতিকেজি ১৬০ টাকা, ধনিয়া প্রতিকেজি ১৮০ টাকা, জিরা প্রতিকেজি ৪০০ টাকা, কালোজিরা প্রতিকেজি ৩৮০ টাকা, এলাচি (বড়) প্রতিকেজি ২৯০০ টাকা, এলাচি (ছোট) প্রতিকেজি ২৬০০ টাকা, গোলমরিচ প্রতিকেজি ৯০০ টাকা।

শাক-সবজির দাম
আলু (দেশী) প্রতিকেজি ২৫ টাকা, আলু (হলান্ড) প্রতিকেজি ২৩ টাকা, বেগুন প্রতিকেজি ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিকেজি ৫০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, ঝিংগা প্রতিকেজি ৭০ টাকা, পটল প্রতিকেজি ৫০ টাকা, জালি কুমড়া প্রতিকেজি ৫০ টাকা, করল্লা প্রতিকেজি ৮০ টাকা, চিচিংগা প্রতিকেজি ৮০ টাকা, গাজর প্রতিকেজি ১১০ টাকা, টমেটো প্রতিকেজি ১৪০ টাকা, লালশাক প্রতিকেজি ৪০ টাকা, লাউ প্রতিকেজি ৬০ টাকা, কাঁচা পেঁপে প্রতিকেজি ২০ টাকা, খিরা (শশা) প্রতিকেজি ৪০ টাকা, বরবটি প্রতিকেজি ৮০ টাকা, কচুমুখি প্রতিকেজি ৬০ টাকা, পুঁইশাক প্রতিকেজি ৪০ টাকা।

লবণের দাম
মোল্লা সুপার প্রতিকেজি ৩৫ টাকা, ব্রাক প্রতিকেজি ৩৫ টাকা, কনফিডেন্ট প্রতিকেজি ৩৫ টাকা, এসিআই প্রতিকেজি ৩৫ টাকা, ফ্রেশ লবণ প্রতিকেজি ৩৫ টাকা।

চিনি ও গুড়ের দাম
চিনি প্রতিকেজি ৮০ টাকা, খেজুর গুড় প্রতিকেজি ২৫০ টাকা, আখের গুড় প্রতিকেজি ৯০ টাকা।

খোলা চা (গুড়া) প্রতিকেজি ৪২০ টাকা, চা (পলিপ্যাক) প্রতিকেজি ৪৮০ টাকা।

সাবানের দাম
তিব্বত ৫৭০ একটির দাম ১৮ টাকা, তিব্বত (৯০ গ্রাম) একটির দাম ২২টাকা, নিরালা বল একটির দাম ১৮ টাকা, হুইল একটির দাম ২০ টাকা, লাইফবয় একটির দাম ৫০ টাকা, লাক্স (৯০ গ্রাম) একটির দাম ৫৫ টাকা, কেয়া (৯০ গ্রাম) একটির দাম ৪৫ টাকা, এ্যারোমেটিক (৯০ গ্রাম) একটির দাম ৪৫ টাকা।

দুধের দাম
ডানো প্রতিকেজি প্যা: ৬৫০ টাকা, রেডকাউ প্রতিকেজি প্যা: ৬৫০ টাকা, এ্যাংকর প্রতিকেজি প্যা: ৬৬০ টাকা, ডিপ্লোমা প্রতিকেজি প্যা: ৬৫০ টাকা, নিডো প্রতিকেজি প্যা: ৭৫৭ টাকা, মিল্ক ভিটা প্রতিকেজি প্যা: ৫৫০ টাকা, গুঁড়ো দুধ (খোলা) প্রতিকেজি প্যা: ৫০০ টাকা। এছাড়া গরুর দুধ (তরল) প্রতি লিটার ৯০ টাকা।

এছাড়াও বাজারে ডাব প্রতি হালি ৩২০ টাকা, কলা (সাগর) প্রতি হালি ৪২ টাকা, কলা (সবরি) প্রতি হালি ৪০ টাকা, আবেল প্রতিকেজি ২০০ টাকা, পান (বাংলা) ৮০ পাতা ১৭০ টাকা, সুপারী (শুকনা-টাটি) প্রতিকেজি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

আরইউ