বনানীর আমায়া সুপারশপে অভিযান, লাখ টাকা জরিমানা

রাজধানীর বনানীতে আমায়া সুপারশপে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। এসময় পণ্যে আমদানিকারকের প্রমাণক না থাকাসহ চার অপরাধে সুপারশপটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার (১৪ নভেম্বর) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মো. সজীবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে আমায়া সুপারশপে বেশ কিছু পণ্যে আমদানিকারকের প্রমাণক পাওয়া যায়নি। এছাড়া পেস্ট কন্ট্রোল ম্যাকানিজম, প্রিমিসেস লাইসেন্স এবং ফায়ার লাইসেন্স নেই।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে সুপারশপের জেনারেল ম্যানেজারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে ম্যানেজার তার অপরাধ স্বীকারপূর্বক জরিমানার অর্থ পরিশোধ করেছেন।

এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য বিশ্লেষক ফরহানুল আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সালাম মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।