ঘন কুয়াশা, পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল ব্যাহত

মানিকগঞ্জ প্রতিনিধি:

পদ্মায় কুয়াশার তীব্রতার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচলে সমস্যা হচ্ছে, দুপাড়ে যান জট তৈরি হয়েছে। তবে ৯ টার দিকে শুরু হছে ফেরি।

বুধবার (২৪ নভেম্বর) ৯ টার দিকে কুয়াশা কিছুটা কমে আসায় পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।

তিনি বলেন, হঠাৎ করেই মাঝ পদ্মায় সকাল ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো। কুয়াশার তীব্রতা কমে আসায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এসময় মাঝ নদীতে নোঙরে থাকা দুটি ফেরি ঘাটে ভিড়ে যানবাহন আনলোড করেছে।

আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় প্রায় ৪ শতাধিক সাধারণ পণ্যবোঝাই ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। বর্তমানে ট্রাকগুলো সিরিয়াল অনুযায়ী নৌপথ পারাপার শুরু হয়েছে বলে জানান তিনি।