ইংলিশ চ্যানেলে ২৭ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক

অবৈধভাবে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার পথে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে কমপক্ষে ২৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, ২০১৪ সালে তথ্য সংগ্রহ শুরু করার পর থেকে চ্যানেলটিতে এটিই সবচেয়ে বড় একক প্রাণহানি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এঘটনায় খুবই ‘আতঙ্কিত’ বলে জানিয়েছেন। এসময় তিনি বলেন, যুক্তরাজ্য মানবপাচারকারী চক্রকে থামাতে কোনো ধরনের ছাড় নয়। তিনি এ বিষয়ে কিছুক্ষণের মধ্যেই একটি বৈঠক করতে যাচ্ছেন বলেও জানা গেছে। খবর বিবিসির

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচ নারী ও একজন মেয়ে রয়েছে।

তিনি আরও বলেন, দুইজনকে উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে। এর আগে ফ্রান্স বলেছিল ৩১ জন মারা গেছে,পরে মৃতের সংখ্যা সংশোধন করে ২৭ জন বলে নিশ্চিত করেছেন ফরাসি কর্মকর্তারা।

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ মানবপাচার প্রতিরোধে যৌথ প্রচেষ্টা বাড়াতে সম্মত হয়েছেন।